কোর্স থেকে আয় করার পদ্ধতি
১. ডান পাশের প্রোফাইল আইকন এর পাশের ড্রপডাউন মেনু বাটন এ ক্লিক করে রেফারেল অপশন সিলেক্ট করলে "রেফারেল হতে চাই" বাটন টি দেখা যাবে । বাটন টিতে ক্লিক করলে রেফারেল আয় করার নিয়মাবলী সহ একটি মোডাল সামনে আসবে।


২. রেফারেল আয় করার নিয়মাবলী সহ মোডাল টিতে রেফারেল সেটিংস সেট করে সাবমিট বাটন এ ক্লিক করলে আপনি একজন রেফারার হয়ে যাবেন এবং আপনি একটি নির্দিষ্ট প্রোমো কোড পাবেন যেটি ব্যবহার করে আপনি বিভিন্ন কোর্স বিক্রি করে আয় করতে পারবেন ।
৩. প্রোফাইল বাটন এ ক্লিক করে "রেফারেল সেটিংস" বাটন এ ক্লিক করলে রেফারেল সেটিংস রিলেটেড সকল তথ্য চলে আসবে।


৪. রেফারেল সেটিংস থেকে আপনি আপনার প্রোমো কোডটি দেখতে পারবেন। এফিলিয়েটর হওয়ায় আপনি একটি কোর্সের নির্দিষ্ট কিছু অংশ রেফারেল বোনাস হিসেবে পাবেন। প্রোমো কোডটি শেয়ার করলে, যে আপনার কোডটি ব্যবহার করবে সে আপনার বোনাস থেকে যত শতাংশ ডিস্কাউন্ট পাবে তা নিচে সেট করা যাবে। "Copy" লিঙ্ক করে আপনি লিঙ্ক শেয়ার করলে, লিঙ্কটি ব্যবহার করে কেউ কোর্স কিনলে আপনি বোনাস পাবেন।
৫. আবার নির্দিষ্ট কোনো কোর্স এ যেয়েও আপনি একটি লিঙ্ক পাবেন, লিঙ্কটি ব্যবহার করে কেউ কোর্স এ ঢুকলে আপনার প্রোমো কোডটি ২৪ ঘণ্টার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। এই ২৪ ঘণ্টার মধ্যে সে যেকোনো কোর্স কিনলেই আপনার রেফারাল বোনাস অ্যাড হবে ।
